মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ
মধ্যনগর, সুনামগঞ্জ।
শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ননাঃ সময়টা ছিল ব্রিটিশ আমলের শেষের দিকের কথা। যখন মধ্যনগর এমনকি ধর্মপাশা উপজেলায় কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিলনা। তখনকার গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং স্থানীয় কিছু শিক্ষানুরাগীদের নিয়ে তিনি উপলব্দি করেন এই এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। সিদ্ধান্ত সাপেক্ষে জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী ৪.১৯ একর জমি সহ কিছু নগদ টাকা দান করেন। যার বদৌলতে তাঁর মমতাময়ী মাতৃদেবী বিশ্বেশ্বরী দেবী রায় চৌধুরী এঁর নামে ১৯২০ সালে মধ্যনগরে পাশ দিয়ে বয়ে যাওয়া স্রুতস্বিনী সুমেশ্বরী নদীর তীরে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। সুমেশ্বরী ও বিশ্বেশ্বরী নাম দুটি একই গতিধারা লাভ করেছে। প্রতিষ্ঠানটি প্রথমে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন রাকেশ তালুকদার। পরবর্তীতে ১৯৫২ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয় এবং ১৯৫৪ সালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম মেট্রিকোলেশন পরীক্ষায় অংশ নেয়। ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক পর্যায় যোগ হয় এবং প্রথম অধ্যক্ষ ছিলেন মিছবাহুর রেজা চৌধুরী। বর্তমানে সততা ও দক্ষতার সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন বাবু বিজন কুমার তালুকদার।