মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা মানুষকে আলোকিত করে, চিন্তার বিকাশ ঘটায় এবং নৈতিকভাবে শৃঙ্খলিত করে। ১৯২০ সালে প্রতিষ্ঠিত মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ আলোকিত মানুষ গড়ার মহান ব্রত নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের প্রতিষ্ঠান শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্ব গুণের সমন্বয়ে শিক্ষার্থীদের আধুনিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দের পরিচালনায় পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
আমাদের লক্ষ্য শুধুমাত্র পরীক্ষায় ভাল ফলাফল নয়; বরং শিক্ষার্থীদের জীবন-দর্শন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা। আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানের ইতিহাস, অর্জন, নিয়মাবলী এবং নানা তথ্য শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সামনে তুলে ধরা হয়েছে।
আমি আশা করি, সকলের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও ভালোবাসায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ আগামীতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে।
সবার সুস্বাস্থ্য, সাফল্য ও কল্যাণ কামনা করছি।
অধ্যক্ষ
মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ